গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে অরিত্র বিশ্বাস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল পাঁচটার সময় তার মৃত্যু হয়। মৃত অরিত্র বিশ্বাস ধানখোলা ইউনিয়ন এর নিত্যানন্দনপুরের দেবদাস বিশ্বাসের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, অরিত্র বাড়ির উঠানে খেলা খেলছিল আকস্মিকভাবে মোটরের সাথে থাকা বৈদ্যুতিক তারে হাত দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গাংনী হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিডি দাস পিকলু জানান, বিদ্যুৎস্পৃষ্টের পর পরই তার মৃত্যু হয়। মৃত অবস্থায় তাকে গাংনী হাসপাতালে নেয়া হয়েছে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, মৃত্যুর ঘটনা শুনেছি সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।