গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালত পরিচলনা করে ৩ ওষুধ ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে।
আজ বুধবার দুপুরে গাংনী বড় বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে সবুজ ফার্মেসীকে ৩ হাজার, তহুরা ফার্মেসীকে ২ হাজার ও মিঠু ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ।
এসময় চুয়াডাঙ্গা অঞ্চলের ড্রাগ এর উপ পরিচালক কেএম মুহসিনুল মোমিন, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, গাংনী উপজেলা ড্রাগ সমিতির সভাপতি গোলাম মোস্তফা ও সেক্রেটারী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, বিক্রি করা এবং ড্রাগ লাইসেন্স ছাড়া অবৈধভাবে ওষুধ বিক্রির অপরাধে এই জরিমানা করা হয়েছে।ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া তাদের এই জরিমানা আদায় করা হয়।