দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত আলমডাঙ্গার এরশাদপুরের আব্দুল ওহায়েদ সর্বশান্ত হয়ে এখন সমাজের মানুষের পানে চেয়ে আছেন।
জানা যায়, এরশাদপুরের আব্দুল ওয়াহেদ জনতা ব্যাংক আলমডাঙ্গা শাখায় অস্থায়ী পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত ও ৩ বছরের এক পুত্র সন্তানের জনক। বেশ কয়েক মাস পূর্বে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার চিকিৎসায় ইতোমধ্যে সর্বস্ব বিক্রি করে তিনি সর্বশান্ত হয়েছেন। বর্তমানে নিঃস্ব অবস্থায় দিন যাপন করছেন।
তার উপর ক্যান্সার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অসহায় ও সম্বলহীন আব্দুল ওহায়েদ এখন সমাজের দানশীল ও হৃদয়বান মানুষের দিকে তাকিয়ে আছেন। তাকিয়ে আছেন তার অসহায় স্ত্রী ও মাসুম পুত্র। জনতা ব্যাংক আলমডাঙ্গা শাকায় তার ব্যাংক হিসাব নং ০১০০০২৮৬৮৪২৭৯ ও মোবাইল নং ০১৭১৮৫৫৩৮৫৫।
অসহায় পরিবারের পক্ষ থেকে আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।