গাংনী প্রতিনিধিঃ কৃষি ও কৃষক যদি এগিয়ে যায় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মেহেরপুরের গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। শুক্রবার সকাল ১১ টায় চোঁখতোলা মাঠে চলতি বছরে বোরো ধান রোপন দেখতে গিয়ে কৃষকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করার কারণে ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কৃষকের সন্তানদের পড়ালেখা করে মানুষের মত মানুষ করে সম্পদে রুপান্ত্রিত করতে হবে। তিনি আরও কৃষকে সামনের দিকে এগিয়ে নিতে তার সব ভাবনা উল্লেখ করে বলেন,আমি কৃষকের সন্তান কৃষকের কথাই বলছি কৃষকের সাথেই চলছি।
কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। এসময় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।