১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ১১, ২০২১
26
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে ৫০টি বাড়ি।

বুধবার সন্ধ্যা ও বৃহস্পতিবার সকালে উপজেলার কোমরভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় পুলিশ ২১ জনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাবেদ মেম্বার ও সাবেক ইউপি সদস্য তুহিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

এর জের ধরে বুধবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে বৃহস্পতিবার সকালে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় উভয়পক্ষের ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে তুহিন, শেখ সাইদুল, ইসলাম, শাহজাহান আলী ও আমিরুল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram