স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা কর্তৃক চাপরাইল বাজারে মাস্ক ব্যবহার না করা, দোকানের ট্রেড লাইসেন্স না থাকা এবং ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারনে ৭ জন ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে কালীগঞ্জ চাপরাইল বাজারে উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোট পরিচালনা করেন। এ সময় অনেকের মুখে মাস্ক ব্যবহার না করার কারনে তাদের কে জরিমানা করা হয়।
অপর দিকে মটর সাইকেলের কাগজপত্র না থাকার কারনে জরিমানা করা হয়। সর্বমোট ২৬৪০ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়।