হাটবোয়ালিয়া প্রতিনিধি: করনায় আক্রান্ত আলমডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আতিয়ার রহমান মুকুলের দ্র”ত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ আসর হাটবোয়ালিয়া হাফেজিয়া মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাংবাদিক আতিয়ার রহমান মুকুলের বন্ধু শুভাকাঙ্খী দৈনিক মাথাভাঙ্গা হাটবোয়ালিয়া প্রতিনিধির পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হাটবোয়ালিয়া হাফেজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা আব্দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জিনার”ল ইসলাম বিশ্বাস, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি ,দৈনিক মাথাভাঙ্গা সাংবাদিক হাটবোয়ালিয়া প্রতিনিধি সোহেল হুদা, আবুল বাশার, হাসানুজ্জামান হাউস, ইমার”ল ইসলাম, টিকার উদ্দিন , আতাউল হুদা, ,আবুল হাশেম ,কামাল উদ্দিন, আবু নাসের লালু, স্বপন, দুলালসহ মসজিদের মুসল্লিবৃন্দ।