শরিফুল ইসলাম রোকন: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ কম্প্যাক্ট ইন্সটিটিউট অব স্কিলস ডেভেলপমেন্টে ১ বছর মেয়াদী অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফাইন আর্টস( চারু কারুকলা) কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শুক্রবার সকার ১০টায় কম্প্যাক্ট ইন্সটিটিউটের হল রুমে চারু কারুকলা বিভাগরে ৩য় ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
কম্প্যাক্ট ইন্সটিটিউট অব স্কিলস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাঞ্চনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত ছিলেন চারু কারুকলা বিভাগরে বিভাগীয় প্রধান আক্তারুজ্জামান, ঝিনাইদহ মোশারফ হোসেন ডিগ্রী কলেজের প্রভাষক আবু রায়হান, পুলতাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শামিম রেজা, মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক সোহেল রানা।
কম্প্যাক্ট ইন্সটিটিউট অব স্কিলস ডেভেলপমেন্টের এডমিন সাইদা খাতুন রেক্সেনার উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের স্টাফ রোমিও জোয়ার্দ্দার, তানিয়া খাতুন, রাাজন, মঈন উদ্দিন, নাঈম প্রমুখ।
ওরিয়েন্টেশন ক্লাসের শুরুতে চারু কারুকলা বিভাগের ৩য় সকল শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ক্লাস শেষে সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র তুলেদেন নির্বাহী পরিচালক ও অতিথি বৃন্দ।