আলমডাঙ্গায় কচু ক্ষেতের ভেতর দিয়ে ছাগল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এক কৃষককে মেরে ফেলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের দরিদ্র আনোয়ার হোসেন গ্যাদার স্ত্রী শাহানারা খাতুন ৫ এপ্রিল বেলা ১১ টার দিকে একই গ্রামের নূর ইসলামের ছেলে রনির কচু ক্ষেতের ভেতর দিয়ে ছাগল নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় রনির ও তার মায়ের সাথে শাহানারা খাতুনের ঝগড়া হয়।
ঝগড়ার এক পর্যায়ে রনি ও তার মা ছাগল মালিক শাহানারাকে মারধর করেন। এ সংবাদ পেয়ে শাহানারা খাতুনের স্বামী আনোয়ার হোসেন গ্যাদা ঘটনাস্থলে ছুটে যান। সে সময় রনি তাকেও কিল-ঘুষি মেরে এক গাছে সাথে ধাক্কা মারেন। এ সময় তিনি মারা যান।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীকে মারধর করা হয়েছে। এ মারধরের ঘটনায় ছাগল মালিক মহিলার স্বামী মারা গেছেন। এ ঘটনায় এখনও মামলা করা হয়নি। মামলা হলে অবশ্যই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।