আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আবু মুছা ও সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টারকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যার পর এরশাদপুর রানা মোড়ের যুব সমাজের আয়োজনে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আবু মুছা বলেন, আপনারা আমাকে আওয়ামীলীগের সভাপতি করে যে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। দলের নেতাকর্মীরা যাতে মূল্যায়িত হয় সেই জন্য কাজ করে যাব। তিনি বলেন, আলমডাঙ্গার আওয়ামীলীগকে সুসংগঠিত করে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।
সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সাইরাজ মেহেদি লাভলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সহসভাপতি রিপন আলী, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান জমজম মিয়া, পৌর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদিজ্জামন মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বিশিষ্ঠ কাঠ ব্যবসায়ী লাল্টু, বিশিষ্ঠ ব্যবসায়ী ফরিদুজ্জামান, আক্তারুজ্জামান, নুর নবী হীরক, ইব্রাহিম, অ্যাড. মোখলেছুর রহমান, জেলা মৎস্যজীবি লীগের আহব্বায়ক সাহাবুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক আহব্বায়ক সোহেল রানা শাহিন।
উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, আওয়ামীলীগ নেতা ঠান্ডু, শহিদুল ইসলাম, মাহবুব, ছানোয়ার, ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম রঞ্জু, গালিব, ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক হৃদয়, রানা মোড় যুব সমাজের সেলিম, ফারুক, মিন্টু, সেন্টু, কামাল, লাল্টু, আসিফ, কাজল, মাহবুব, আসিফ, সায়েম, তুষার, সেন্টুম খাইরুল, মশিউর, শাহাবুল, রোকন, রাকিবুল, সেতু, শামীম, আরিফ, শাওন, শোভন, ইকরামুল, আমিনুর, মোস্তফা আলী, রবিউল, সবুজ, মানিক, শামীম, জনি, আলহাজ ডাক্তার, কিবরিয়া, মিজান, রানা, রাব্বি, গোপালসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মি ও যুব সমাজের নেতাকর্মি এবং কয়েকশ নারী-মানুষ গণ সংবর্ধনায় উপস্থিত ছিলেন।