আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুদ রানা তুহিন। মাসুদ রানা তুহিন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও ক্রীড়া সংগঠক।
১২ জানুয়ারী বিকালে প্রস্তাবকারী সমর্থনকারী সহ নিজ ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গদের সঙ্গে নিয়ে আলমডাঙ্গা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের পক্ষে মনোনয়নপত্র জমা নেন সহকারী নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন।
এসময় উপস্থিত ছিলেন রুপক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আরশাদুল আলম মন্টু, আশাদুল ইসলাম, পানু মাস্টার, সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন প্রিন্স, তাইফু, দেলুয়ার, টিলু হাসান, সাদ্দাম খান, লিটু, মুন্নাফ, হালিম, সেলিম, রমেন, মিয়াদ, শাহিন, মুক্তার, তমাল প্রমুখ।