হাটবোয়ালিয়া প্রতিনিধিঃ আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামে নেশার টাকা জোগাতে ঘরে ঢুকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে মনিব নামের একযুবক। আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামের ধুলু বিশ্বাসের ছেলে মনিব হোসেন।
১ (অক্টোবর) বৃহস্প্রতিবার সকাল ৯ টার সময় এ ঘটনা ঘটে । জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা হাটুভাঙ্গা গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে ফটিক নিজের কাজের জন্য বাহিরে যায় ওই সময় বাড়ি ফাঁকা পেয়ে মনিব সরাসরি ঘরের ভিতরে ঢুকে টাকা চুরি করার চেষ্টা করে।
এসময় বাড়ীর গৃহিণীর নজরে পড়ে চুরির দৃশ্য। পরে স্থানীয়দের সহযোগিতায় চোর ধরে গণধোলাই দিয়ে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন। এলাকাবাসীর ধারণা নেশার টাকা জোগাড় করতেই টাকা চুরি করতে গিয়েছিল মনিব নামের ঐ যুবক।
গ্রাম সূত্রে জানা যায়, মনিব একজন চিহ্নিত নিয়মিত মাদক সেবন করেন এবং এর আগেও একাধিকবার চুরি করে ধরা পড়েছে এমন অভিযোগ তার বিরুদ্ধে আছে এবং জেলও খেটেছে।