আলমডাঙ্গা শহরের হাইরোডের একটি বিল্ডিঙয়ের ৩ তলার ছাদ ঢালাই কাজের সময় অসাবধানতাবশত বিদ্যূতস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের দেহ ঝলছে গেছে।
জানা গেছে, আলমডাঙ্গা শহরের হাইরোডে অবস্থিত ইকবাল ফার্মেসীর ভবনের ৩ লার ছাদ ঢালাইয়ের কাজ চলছে।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ছাদ ঢালাই কাজের জন্য অসাবধানতাবশত বিদ্যূতস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিক অন্তর আলী (২৮) নামক এক শ্রমিকের শরীর পুড়ে গেছে। অন্তর আলী আলমডাঙ্গার গোবিন্দপুরের রফিকুল ইসলামের ছেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয়।
সন্ধ্যায় ক্কিছুটা সুস্থ্য হলে তাকে নিজ বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।