আলমডাঙ্গা সেই ছাগল চোর নামে খ্যাত সাদ্দামকে আটক করেছে। ১৫ অক্টোবর রাতে পৌর এলাকার থানা পাড়ায় গভীর রাতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার আকমলের ছেলে ছাগল চোর নামে খ্যাত সাদ্দাম হোসেন(২৫) দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা শহরের বিভিন্ন পাড়ায় ছাগল চুরি, ঘরের তালা ভেঙ্গে চুরি, টিনের চাল কেটে দোকানে চুরি করে। বেশ কয়েকদিন আগে বাবু পাড়ার এক বিশিষ্ট ব্যক্তির বাড়িতে চুরি করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে।
সাদ্দাম ইতোপূর্বে বেশ কয়েকবার চুরির অপরাধে জেলও খেটেছে। ১৫ অক্টোবর রাতে আলমডাঙ্গা থানার এসআই কামরুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম, এসআই সুফল অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে আসে।