বজ্রপাতে নিহত আলমডাঙ্গার রুইতনপুর গ্রামের কৃষক কোরবান আলীর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। ১০ জুন বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বজ্রপাতে নিহত কৃষক কোরবান আলীর স্ত্রী রেশমা খাতুনের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০ হাজার টাকার চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক। বজ্রপাতে নিহত কৃষক কোরবান আলী ছোট ছোট ২টি ছেলে মেয়ে আছে।
প্রসঙ্গত, আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের সর্দারপাড়ার মৃত ফকির বিশ্বাসের ছেলে কোরবান আলী গত ৬ জুন রোববার বিকেলে গ্রামের মাঠে কচু ক্ষেতে সার দিতে যান। সন্ধ্যার দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান।