হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামীলীগের কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে বাঁশবাড়ীয়া ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্দোগে কর্মীসমাবেশ অনুিষ্ঠত হয়।
সমাবেশে বাঁশবাড়ীয়া গ্রামের আওয়ামীলীগ নেতা কারসেদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নাহিদ হাসনাত সোহাগ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবুর রহমান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, আজাদুল ইসলাম আজাদ, আসমান হাকিম।
এসময় সবাই আসন্ন নির্বাচনে নাহিদ হাসনাত সোহাগ কে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চান এবং তাকে নির্বাচিত করে ইউনিয়ন আওয়ামী লীগের হাত কে আরও শক্তিশালী করার প্রত্যয়ব্যক্ত করেন এবং সোলায়মান হক জোয়ার্দার সেলুনের তথা শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
নাহিদ সরোয়ার সোহানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া গ্রামের আব্দুল মালেক, আব্দুর রাজ্জাক,মহাবুল, বাপ্পা, আলম, সেকেন, হেকমত, বল্টু, আনার, রাইদুল, আমির, হাতেম, বুদু, সাহাদ, ছুরাপ, রুবেল, মাহাত আলী প্রমুখ।