আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেলগাছী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম সরোয়ার শামীমের পাড়ায় পাড়ায় গণসংযোগ অব্যহত। প্রতিদিনের ন্যায় ২৭ জানুয়ারী এসএম গোলাম সরোয়ার শামীম বেলগাছি ইউনিয়নের ফরিদপুর স্কুলপাড়া, মালিতাপাড়া হয়ে ফরিদপুর হাসপাতাল পর্যন্ত প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন। এসময় তিনি সাধারন মানুষের খোঁজ খবর নেন।
তিনি বলেন গতবার আপনারা আমাকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবারও আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের কাছে গতবারের ন্যায় দোয়া ও সমর্থন পাব ইনশাল্লাহ। গণসংযোগকালে উপস্থিত ছিলেন রিকাত আলি মন্ডল, আসকার আলি, আনু হরিণ, ওল্টু, রাশেদ, শিমন, তরিকুল, জাহাঙ্গীর, শিপন, আসাদুল, রহিম, আলি হোসেন, ইমরান, সুমন প্রমুখ।