আলমডাঙ্গা বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২৩“র পুরস্কার বিতরণ করা হয়েছে। ২২ ফেব্রæয়ারি সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুচ আলী। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল আলম, মর্জিনা খাতুন, শিক্ষক প্রতিনিধি রোকনুজ্জামান, আইয়ুব আলী, সাবিনা খাতুন।
সহকারি শিক্ষক কাউছার আহমেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক নাজনীন আরা, মসফিকুর রহমানসহ শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পুরস্কার বিতরন শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে।