আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলাল উদ্দিন। আলাল উদ্দিন পরপর ২ বার নির্বাচিত কাউন্সিলর ও আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বর্তমান কাউন্সিলর।
১৭ জানুয়ারী বিকালে প্রস্তাবকারী সমর্থনকারী সহ নিজ ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গদের সঙ্গে নিয়ে শতাধিক মোটরসাইকেল যোগে ১ নং ওয়ার্ড এলাকায় শোভা যাত্রা করেন। শোভা যাত্র শেষে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌসের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন সুমন, আশরাফুল, মুন, শফিকুল, আবির, রোমিও, শাহিন, মামুন, রুবেল, জিয়া, বাধন, আলো, পিয়াস, এসকে শাকিল, হাসান, প্রকাশ, তপু, রাসেল, শাহিন, রোহান, অপুসহ দেড় শতাধিক কর্মি ও সমর্থন নিয়ে আলাল উদ্দিন মনোনয়নপত্র জমা দিতে আসেন।