আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহীন রেজা শাহীন । শাহীন রেজা শাহীন সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক।
১৭ জানুয়ারী বেলা ১১টার দিকে প্রস্তাবকারী সমর্থনকারী সহ নিজ ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গদের সঙ্গে নিয়ে আলমডাঙ্গা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দিতে আসেন।
পরে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌসের নিকট মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, মতিয়ার রহমান, আলি, উজ্জল খন্দকার, মারিফুল হক মারুফ, আব্দুল, বিদ্যুত, মঞ্জু, সোহেল, রুমন, জুয়েল, হামিদ, আরাফাত, প্রিন্স, বাচ্চু, রনি, তরিকুল, রাব্বি, সোহেল আহমেদ, সেন্টু, বাবু, লালন, রাসেল, আলম, জালাল, দিনু, সাদিপ, ইমরান, হাবিবুর নাসিম, সাগর, ইফাজ প্রমুখ।