আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত জনপ্রিয় ক্রীড়া শিক্ষক জামাল উদ্দীনের স্ত্রীমনোয়ারা বেগমের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল ২ ডিসেম্বর বাদ আছর মরহুমার গোবিন্দপুরস্থ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, মরহুমার পুত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাদিকুর রহমান পলাশসহ গ্রামের বয়স্ক ব্যক্তিরা। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাকারিয়া রহমান।
প্রসঙ্গত, প্রয়াত মনোয়ারা বেগম গত ২০১২ সালের ২ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।