আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা আরতি রাণি সাহা মঞ্জু আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি গত ১৪ জানুয়ারী সকালে ব্রাম্মনবাড়িয়ার জেলার নবীনগরে নিজ বাসভবনে স্ট্রোক জনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৪ জানুয়ারী তার সৎকার করা হয়। সাবেক এ শিক্ষিকার মৃত্যতে আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষকসহ সকলে গভীর শোক প্রকাশ এবং শোকাস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
উল্লেখ্য সাবেক প্রধান শিক্ষিকা “রঞ্জু ” আপার ছোট বোন ও রথ তলার অপুর মেজ দিদি। মৃত্যুকালে স্বামী ও ছেলে/মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।