আলমডাঙ্গা উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সদস্য মরহুম সিরাজুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা বাজারের স্টুডেন্ট টেইলার্সের ছাদে উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল দোয়া পরিচালনা করেন কাছারী মসজিদের খতিব মাওলানা সজিব আহমেদ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি আরেফিন মিয়া মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি লাল মিয়া, সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি আব্দুল কাদের, স্টুডেন্ট টেইলার্সের মালিক মানিক মিয়া, ইউনিক টেইলার্সের মালিক আব্দুল ওয়াদুদ, নীডস টেইলার্সের মালিক আব্দুস শুকুর,বর্ষা টেইলার্সের মালিক বেল্টু মিয়া, আসলাম টেইলার্সের মালিক আসলাম, লিটন আলী, মন্টু মিয়া, নস্কর আলী, শামসুল, সাইফুল, স্টুডেন্ট বস্ত্রলায়ের মালিক সুজন মিয়া, আনিসুজ্জামান, আব্দুল সালাম, ইব্রাহিম খলিল, আলামিন, লাল মোহাম্মদ, সুজন আলী, মুরাদ, আজিবার প্রমুখ।
উল্লেখ্য, মরহুম সিরাজুল ইসলাম দীর্ঘ ৩৫ বছর ধরে আলমডাঙ্গা বাজারের স্টুডেন্ট টেইলার্সে দর্জির কাজ করে আসছিল। গত ২৫ অক্টোবর তিনি স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি খুলনা উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।