স্টাফরিপোর্টার : ৪ দিনের ব্যবধানে আলমডাঙ্গা থানায় আবারও ৯ম শ্রেণির ছাত্রি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করা হয়েছে।
এজাহারসূত্রে জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের ৯ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রির সাথে একই গ্রামের মোয়ালেন হোসেনের ছেলে মোটরসাইকেল মেকানিক সাজুর (২৩) ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত ২৮ সেপ্টেম্বর দুপুরে সাজু প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার বন্ধু একই গ্রামের ধর্মতলাপাড়ার মোমিনের ঘরে তোলে।পরে ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষিতার বোন বাদি হয়ে ১৮ অক্টোবর রাত ৮টার দিকে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত যুবক সাজুকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতাকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। ১৯ অক্টোবর সকালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।
এদিকে, এলাকাসূত্রে জানা গেছে, ৯ম শ্রেণিতে পড়ুয়া এ মেয়েটির সাথে সাজুর অনেক দিন ধরেই প্রেমের সম্পর্ক। এরই মাঝে সাজু অন্যত্র বিয়ে করেন। বিয়ের বিষয়টি জেনে মেয়েটি ক্ষুদ্ধ হয়ে উঠে। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সাজু বউ বাড়িতে তুলতে গেলে বাধে বিপত্তি। মেয়েটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে জানানো হয়। পরে থানায় ধর্ষণের মামলা দায়ের করা হল।
প্রসঙ্গত, ইতোপূর্বে আলমডাঙ্গার নওদা বন্ডবিলে ৯ম শ্রেণির ছাত্রিকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি যুবক কামরুজ্জামান টিক্কার (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় ১৩ অক্টোবর আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করা হয়েছে।