আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চোলাই মদ সেবনের অপরাধে খাসকরার ৫ যুবককে ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন। ২১ জানুয়ারী রাতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলা খাসকররা গ্রামের দক্ষিণপাড়ার উজ্জ্বল আলীর ছেলে ইকবাল হোসেন(১৭), একইপাড়ার মৃত আকবারের ছেলে আশাদুল হক(২০), সিরাজুল ইসলামের ছেলে মহাম্মদ আলী(২২), চাদ মোল্লার ছেলে সাগর আলী(১৮) ও আব্দুল মান্নানের ছেলে তরিকুল ইসলাম(১৮) কে চোলাই মদ সেবনকালে আটক করে। ২১ জানুয়ারী রাতে খাসকররা তালুককররা মাঠে নির্মানাধীন একটি বাড়ির চাদে ৫ বন্ধু মিলে চোলাই মদ সেবন করছিল।
এসময় তিওরবিলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুব্রত বিশ^াস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ৫ জনকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ প্রদান করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চোলাই মদ সেবনের অপরাধে ইকবালকে ১০ হাজার, আশাদুলকে ৫হাজার, মহাম্মদ আলীকে ১২ হাজার, সাগর আলীকে ১০ হাজার ও তরিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে সবাই জরিমানার টাকা দিয়ে মুক্ত হয়ে বাড়ি যায়।