আলমডাঙ্গা বেলগাছী কাশিপুর মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০“র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ১৬ দলের খেলা শেষে ফাইলান খেলা অনুষ্ঠিত হয়। কাশিপুর স্পোর্টিং ক্লাব বনাম চুয়াডাঙ্গা চৌধুরি স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টচে জিতে কাশিপুর স্পোর্টিং ক্লাবের তুহিন ও বিপু ১০ ওভার শেষে অপারাজিত থেকে ১৫৬ রান করে। ১৫৬ রানের টার্গেটে চুয়াডাঙ্গা চৌধুরি স্পোর্টিং ক্লাব মাঠে নেমে ১০ ওভারে ১০৪ রানে অলআউট হয়।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কাশ্মীর গ্রামের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি ওয়াজেদ আলী হুজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সমাজ সেবক এস এম গোলাম সরোয়ার শামীম।
বিশেষ অতিথি ছিলেন কাশিপুর গ্রামের আতিয়ার আলী, আওয়ামীলীগ নেতা রিকাত আলী মন্ডল, জেলা কৃষকলীগের সদস্য মিহিদুল, মেন্টু বিশ্বাস, খেদের আলি, ইয়াদুল , লাল্টু, আনারুল। খেলাটি পরিচানা করেন কাশি পুর গ্রামের রিপন, সম্রাট, সুমন, ইন্তাজ, শামীম, মিলন ,লিটন প্রমুখ।