কালিদাসপুর উত্তরপাড়া যুবসংঘর আয়োজনে ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বিকালে কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় আসাননগর ঝন্টু একাদশ ১-০ গোলে কালিদাসপুর জাহান একাদশকে হারিয়ে জয় লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. আব্দুস শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিদাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবক বাবলু মিয়া।
বিশেষ অতিথি ছিলেন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আহব্বায়ক জালাল উদ্দিন, আজিজুল মিয়া, মহিউদ্দিন, ফজলে এলা।
ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক রেজাউর রহমান বাবুর উপস্থাপনায় উপস্থিথ ছিলেন বড় মিজান, শহিদুল ইসলাম, ছোট মিজান, মোস্তাকিন মেম্বার, মনি, ইউপি সদস্য মাসুদ জাফর , মাসুদ আলী, তহিদ মাস্টার, আলা, রেজাউল, শাহীন, লাল বাবু, সনি, বিপুল, জীবন, চপল, স্বাধীন, হামজা, রাজ প্রমুখ। খেলা পরিচালনা করেন ফাসকুরুনী।