২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় কর্মরত নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতর কর‌লেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২৫, ২০২৩
23
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলা বিভিন্ন এলাকায় কর্মরত নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।“আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়” এ স্লোগানকে সামনে রেখে ঢাকাস্থ ইউনাইটেড বিজনেস ক্লাবের সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুন। ২৪ জানুয়ারি আলমডাঙ্গা থানা চত্তরে বেলা সাড়ে ১২টার দিকে প্রধান অতিথি থেকে এ শীতবস্ত্র বিতরণ তিনি। এসময় তিনি বলেন, যারা রাত জেগে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার কাজ করেন তারা উপস্থিত রয়েছেন। এছাড়াও এখানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সামাজিক নৃত্রীবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ, সুশিল সমাজ ও আইন শৃঙ্খলার প্রতিনিধি উপস্থিত আছেন। চিন্তা চেতনায় মননে মেধায় যারা আমরা পরিবর্তনশীল সমাজ গঠনে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। সেই প্রত্যেয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার বিনির্মানে সোনার মানুষগুলো এখানে উপস্থিত। তিনি বলেন, আজকের এই আয়োজনের মধ্যে অনেকগুলো পাঠ রয়েছে। তার মধ্যে একটি হল উষ্ণ ভালোবাসা বিতরণ। একটি হলো ছোট ছোট করে মতবিনিময় করা। বাকিটা হলো দান করার মনবৃত্তি মনবাসনা তৈরি হওয়া। কারণ হাদিসে আছে এক হাতে দান করলে আরেক হাত যেন টের না পায়। আমাদের সুযোগ রয়েছে কিন্তু আমরা করছি না।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, পুলিশ পরির্দশক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীম, পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইন, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, বণিক সমিতিভাপতি আরেফিন মিয়া মিলন, প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল আজম।


আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আশিকুজ্জামান ওল্টু, মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, মোকলেছুর রহমান শিলন, সোহানুর রহমান, ইমদাদুল হক মুন্সি, সাংবাদিক রহমান মুকুল, ফিরোজ ইফতেখার, বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলা উদ্দিন, সদস্য জয়নাল আবেদীন ক্যাপ, আলমডাঙ্গা থানার এসআই সালাহ উদ্দিন, শরিয়তুল্লাহ, জমির হোসেন, খসরু আলম, নওশের আলী, তৌকির, মনিরুল ইসলাম, রাশিদুল হাসান, লিটন কুমার, সনজিত, দেবাশিষ, ইউসুফ, পলাশ, এসএসআই জামির, মোস্তফা, রাসেল, শিপন, জিয়া প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram