১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৫ গ্রামের প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন ফরিদপুর গ্রামের আকতারুল হক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৯, ২০২২
23
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় ৫ গ্রামের প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন ফরিদপুর গ্রামের আকতারুল হক। ১৯ নভেম্বর শনিবার তাকে ৫ গ্রামের প্রধান মন্ডল ও মন্ডল অসোসিয়েশনের সভাপতি আনুষ্ঠানিকভাবে আকতারুল হককে মন্ডলী গামছার পাগড়ী পড়িয়ে এবং শপথ করিয়ে মন্ডল হিসেবে স্বীকৃতি দেন। শপথ বাক্য পাঠ করান ব্যাংকার সিরাজুল ইসলাম।

ফরিদপুর গ্রামের আকতারুল হকের পিতা কালা চাঁদ আলী বেশ কিছুদিন আগে মৃত্যু বরণ করেন। পিতার কুলখানী অনুষ্ঠানে মন্ডলদের খানা দিয়ে ছেলে মন্ডলী গ্রহণ করেন।

ফরিদপুর গ্রামের মন্ডল প্রধান এমদাদুল হক ঝান্টুর সভাপতিত্বে এ মন্ডলী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ গ্রামের মন্ডল এ্যাসোসিয়েশন সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। এসময় তিনি বলেন, এখানে ৫ গ্রামের প্রধানসহ সব ধরনের মন্ডল আছেন। আপনারা চাইলে আপনাদের ৫টি গ্রামকে উপজেলার মধ্যে বাল্য বিয়ে, মাদক, দুর্নীতি ও অনিয়মমুক্ত গ্রাম গড়ে তুলতে পারেন। সামাজিক অনাচার ও দুর্নীতিতে প্রশ্রয় না দিলেই সমাজ সুন্দর হবে। কলুষমুক্ত হবে। নিজের স্বার্থ না দেখে সমাজের স্বার্থ, দেশের স্বার্থকে সবার আগে বিবেচনা করতে হবে। তাহলে ব্যক্তি জীবনেও কল্যাণ হবে। সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে মন্ডলরা বড় ভূমিকা রাখতে পারে। সালিশ বৈঠকে নিরোপেক্ষ থাকলে মন্ডলদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আস্থা বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫ গ্রামের মন্ডল এ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক রবিউল হক পকু, মন্ডল প্রধান ব্যাংকার সিরাজুল ইসলাম, ডা. সামসুজ্জোহা সাবু, আনোয়ার হোসেন সোনাহার, ফরিদপুর গ্রামের মন্ডল সিতাব আলী, রিকাত আলী।

ফরিদপুর গ্রামের মন্ডল প্রধান জগলুল আরেফিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, ডামোস গ্রামের নজরুল ইসলাম, গোবিন্দপুর গ্রামের ইদবার আলী, রোয়াকুলি গ্রামের রেজাউর রহিম, সেকেন্দার আলী, মন্ডল প্রধান আবুল কাসেম, মতিয়ার রহমান, মনোয়ার হোসেন, তুফান মন্ডল, বদর উদ্দিন, জীবন, মনিয়ার, মান্নান, রশিদুল, সাদেক আলী, রাজ্জাক, আজিজুল, শাহাদৎ প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram