আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রæয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রæয়ারী উপজেলা পরিষদ মিলায়তনে প্রস্তুতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবীর, আলমডাঙ্গা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা ডা. সাহাবুদ্দিন আহমেদ সাবু, শেখ নুর মোহাম্মদ জকু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, আলমডাঙ্গা থানার এসআই কামরুল ইসলাম ।
এছাড়ার উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা শাহিনা আক্তার, আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান, উপসহকারী মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম বেলু, ইন্সটেক্টর আনারুল ইসলাম প্রমুখ।