আলমডাঙ্গায় করোনার প্রথম টিকা নিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের বয়োবৃদ্ধ চেয়ারম্যান আইয়ুব হোসেন। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি টিকা গ্রহণ করেন।
তাঁকে টিকা দেওয়ার মধ্য দিয়ে আলমডাঙ্গায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর টিকার ডোজ গ্রহণ করেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাদী জিয়াউদ্দীন আহমেদ সাঈদ, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সিরাজুল ইসলামসহ অনেকে।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।
টিকা নেওয়ার পর তাঁদের আধা ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। টিকা গ্রহণের পর আলমডাঙ্গা উপজেলা পরিষদের বয়োবৃদ্ধ চেয়ারম্যান আইয়ুব হোসেন জানান, ‘আমি তো হাসতে হাসতে টিকা নিলাম। টিকা যে নিলাম, সেটা টেরই পেলাম না। বসে আছি, কোনো সমস্যা হচ্ছে না। লোকের কথায় কান না দিয়ে সকলের উচিত স্বেচ্ছায় এ টিকার ডোজ গ্রহণ করা।”