আলমডাঙ্গায় দেড় শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ১৯ জানুয়ারী ঋণদান কর্মসূচি সাজেদা ফাউন্ডেশনের উদ্দ্যোগে আলমডাঙ্গার শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়।
শীতবস্ত্র বিতারণ অনুষ্ঠানে সাজেদা ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার প্রনব নারায়ন দেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা যুবউন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু। সাজেদা ফাউন্ডেশন হালসার শাখা ব্যবস্থাপক সাজেদুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন ঐশি সংস্থার পরিচালক মোয়াজ্জেম হোসেন, শাখা হিসাব কর্মকর্তা মনিরুজ্জামান, রাকিবুল ইসলাম প্রমুখ। পরে দেড়শতাধিক অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।