চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের নির্দেশনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে থানার অফিসার ফোর্স অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮জনকে গ্রেফতার করেছে। ২২ জানুয়ারি রবিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর সাজা, জিআর, সিআর পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলা ৮ আসামীকে গ্রেফতার করেছে।
জানাগেছে, উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আইজেল হকের ছেলে সাজাপ্রাপ্ত আসামী জিয়াউর রহমান জিয়া, বেলগাছি ইউনিয়নের ফরিদপুর দোয়ারপাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে মামুন আলী ওরফে পাদুল(২৬), রবজেল আলী নবার ছেলে আলামিন ওরফে আলা(২৪), পৌর এলাকার গোবিন্দপুর সর্দ্দারপাড়ার আব্দুর গনির ছেলে শহিদুল ইসলাম ওরফে ছবদুল(২৪), উপজেলার রুইতনপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে সজল আলী(২৮), নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত হাবিল গাইনের ছেলে ঈমান গাইনের নামে আদালতে ও বিভিন্ন থানায় মামলা হয়।
এ সকল মামলা আদালতে বিচারাধীন। আসামীগন আদালতে নিয়মিত হাজিরা না দেওয়ার তাদেও বিরুদ্ধে গ্রেফতাররি পরোয়ারা জারি করেন। এদের মধ্যে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের জিয়াকে সিআর মামলার বিচার শেষে আদালত ৬ মাসের কারাদন্ড ও দুই লাখ টাকা অর্থদন্ড করেন। এছাড়ার আলমডাঙ্গা থানার তদন্তাধীন মামলার আসামী ভোগাইল বগাদী গ্রামের ইকতার আলীর ছেলে রানা হোসেন(৩৫) ও বকসিপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে সুজন আলী(৩৩)কে গ্রেফতার করে। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।