আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবীলীগের আয়োজনে মৎস্যজীবীলীগকে আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে ২৯ নভেম্বর স্বীকৃতির বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগকে আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদান করায় মৎস্যবান্ধব সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চুয়াডাঙ্গা- ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলোচনা সভায় উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য জেলা পরিষদের সদস্য আবু মুসা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত সেক্রেটারী জেনারেল কামাল হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু।
স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবীলীগকে আহবায়ক শাহাবুল হক। উপজেলা মৎস্যজীবীলীগকে সদস্য সচিব জিল্লুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবীলীগকে যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান পল্টু, কামরুজ্জামান টিংকু, রকিবুল ইসলাম, সদস্য জহুরুল ইসলাম অল্টু, জনি, বিপ্লব মাাস্টার, সিরাজুল মাস্টার, রাাশিদুল মাস্টার, আশাদুল, হানেপ, আ: আলিম, টিটু, নাাজমুল, মহিলা নেত্রী জান্নাতুল ফেরদৌস, নয়ন তারা, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান, টিটন, রঞ্জু প্রমুখ।