আলমডাঙ্গায় করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করেছে বিএনপি।
করোনা হেলপ সেন্টারের পরিচালক ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু ও সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি টিম শহরের আনন্দধাম, চারতলার মোড়, সোনাপট্টি, কালিদাসপুর সাদা ব্রীজ মোড়, হলুদপট্টি, হাফিজ মোড়সহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – জেলা বিএনপি নেতা এমদাদুল হক ডাবু, বোরহান উদ্দীন, আলী হোসেন, মফিজ উদ্দীন, মহির উদ্দীন, বিল্লাল হোসেন, মহিন উদ্দীন, মাগরিবুর রহমান, মঞ্জু, চিনির উদ্দীন, ইউনুস আলী, শফিকুল আজম, রহিদ, রানা, বাবলু, সাগর ,রাশেদ, আশিক, জীবন, জাহিদ, সবুজ, রিমন প্রমুখ।