আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ফরিদপুরের লিটন আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে লিটন আলী(৩০) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য গাঁজা সেবন করে আসছে। লিটন গ্রামের বিভিন্ন মাঠে ও বাগানে বসে গাঁজা সেবন করে।
আলমডাঙ্গা থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লিটনকে গাঁজা সেবনকালে হাতে নাতে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ প্রদান করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লিটন আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।