আলমডাঙ্গার ডামোশ গ্রামের মিজানুর রহমান নামের এক মাদক বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী অফিসার হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, ডামোশ গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে মিজানুর রহমান দীর্ঘদিন ধরে গ্রামে মাদকব্যবসা করে আসছে। গোপনে এমন তথ্য পেয়ে রাত ৯টার দিকে আলমডাঙ্গা থানার এস আই শফিকুল ও এস আই সুফল অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ মিজানুর রহমানকে আটক করে।
সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন।