আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ কালিদাসপুর গ্রামের শফিউল্লাহকে আটক করেছে। ৯ জুলাই দুপুরে আসাননগর গ্রামের নতুন ব্রিজের নিকট থেকে তাকে আটক করা হয়।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুর দক্ষিণপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে শফিউল্লাহ(৫৬) দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রয় করে আসছে। রবিবার আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের পর তার নিকট থেকে ২০ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।