আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবনের অপরাধে শ্যামপুরের আবু হানিফকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। ২ ডিসেম্বর সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেড হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার কুমারী ইউনিয়নের শ্যামপুর মাদরাসা পাড়ার মৃত চাদ আলীর ছেলে আবু হানিফ(৩৫) দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রয় করে আসছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার অভিযান চালিয়ে নওদাদুর্গাপুর ঈদগা মযদানের নিটক থেকে তাকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে।
আটকের পর উপজেলা নির্বাহী অফিসারের নিকট সংবাদ প্রদান করলে তিনি উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আবু হানিফকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।