আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাঁজা সেবন ও বিক্রয়ের অপরাধে সাহেবপুরের মোস্তাক আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। ২১ ডিসেম্বর সন্ধ্যার পর উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী অফিসার হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার সাবেহপুর গ্রামের ঝন্টু আলীর ছেলে মোস্তাক আলী(১৮) দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রয় ও সেবন করে আসছিল। ২১ ডিসেম্বর সন্ধ্যায় আসমানখালী ক্যাম্প পুলিশের ইনচার্জ আব্দুর রহিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তাক আলীকে ২ পুরিয়া গাঁজাসহ আটক করে।
আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ প্রদান করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে মোস্তাক আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।