আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের মুনাকষা স্বপ্ন জগত পার্ক ও মুনাকষাবাজারে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৩জনকে জমিরানা করেছে। গতকাল রবিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, কালিদাসপুর ইউনিয়নের মুনাকষা গ্রামের স্বপ্ন জগত পার্কের দোকানে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়, চকলেট ও অন্যান্য পণ্য যা ফ্রিজ ও র্যাকে সংরক্ষণ করে বিক্রয় করে আসছিলেন পার্কে আগত দর্শনার্থীদের কাছে। এছাড়াও মোড়কীকরণ বিধি বহির্ভূত মেয়াদ মুল্য বিহীন পণ্যও রাখার অপরাধে পার্কের দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৫১ ধারায় ১৭ হাজার টাকা জরিমানা করেন।
এরপর মুনাকষা বাজারে মেসার্স মন্ডল ট্রেডার্সকে ৩৮ ধারায় ১ হাজার টাকা ও অপর একটি সার-কীটনাশকের দোকানে ৩৭, ৩৮ ধারায় ১হাজার ৫শ টাকা টাকা জরিমানা করেন। সবাইকে পণ্যের মুল্যতালিকা প্রদর্শন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা দেয়া হয়। অভিযানের সময় উপস্থিত জনসাধারণকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন করা হয়। ভ্রাম্যমান অভিযানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।