আলমডাঙ্গায় ভাড়ায় এসে অটোরিক্সা খুইয়ে সর্বশান্ত এখন চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমীর কিশোর নাঈম হোসেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন নাঈম হোসেনের বাপ কদর আলী।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল এলাকার দশমী গ্রামের কদর আলীর কিশোর ছেলে নাঈম হোসেন অটোরিক্সা চালক। গত ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা বড় বাজার থেকে অজ্ঞাত ব্যক্তি আলমডাঙ্গা থেকে বিস্কুট কিনতে যাওয়ার কথা বলে ৪ শ টাকায় নাঈম হোসেনের অটোরিক্সা ভাড়া করেন। পরে আলমডাঙ্গা শহরের স্টেশন রোডে পোঁছলে অজ্ঞাত ব্যক্তি আরেকজনকে অটোতে তুলে নেন।
এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপস্থিত হলে তাদের একজন অটোচালককে সাথে নিয়ে শহরের ভেতর বস্তা কিনতে যান। অপর জন বিস্কুট ফ্যাক্টরিতে যাওয়ার কথা বলেন। পরে বস্তা কিইনে অটোচালকের হাতে দিয়ে অজ্ঞাত ব্যক্তি বলেন , “আপনি অটোর কাছে যান। আমি একটা কাজ সেরে এখনই আসছি।“
অটোচালক নাঈম হোসেন অটো রাখা স্থলে উপস্থিত হয়ে সেখানে আর অটো খুঁজে পাননি। খুঁজে পাননি অজ্ঞাত ব্যক্তিদের।