২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় দুই মেয়র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২, ২০২১
28
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের মাঠে সহিংসতা দেখা দিয়েছে। ১ ফেব্রæয়ারী রাত ৮ টার দিকে দুইটি মেয়র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। রাত ৮ টার দিকে পৌরসভার বন্ডবিল বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের মেয়রপ্রার্থী মীর মহিউদ্দিনের অফিস ও আনন্দধাম হাউসপুরে মোবাইল প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর অফিস ভাংচুর করা হয়। রাতেই এর প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সমর্থকেরা শহরে প্রতিবাদ মিছিল বের করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮ টার দিকে কেবা কাহারা ১৫/২০ টি মোটর সাইকেল করে এসে আনন্দধাম হাউসপুরে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর মোবাইলের অফিসে ভাংচুর করে। এ সময় অফিসে ৭/৮ জন মোবাইলের সমর্থকরা বসে কথা বলছিলেন। আচমকা তারা অফিসে প্রবেশ করে ভাংচুর করেই মোটরসাইকেল যোগে স্থান ত্যাগ করে।


প্রায় একই সময়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডের বন্ডবিলে মীর মহিউদ্দিনের ধানের শীষের অফিসেও ভাংচুর করে একদল যুবক। তারা অফিসে ভাংচুর করে স্থান ত্যাগ করে।

এ ঘটনায় মীর মহিউদ্দিন প্রতিবাদ মিছিল না করলেও বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর নেতৃত্বে শহরে প্রতিবাদ মিছিল বের হয়। রাতেই বীর মুক্তিযোদ্ধা এম সবেদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, পৌর নির্বাচনের ২টি মেয়র প্রার্থীর অফিস ভাংচুরের সংবাদ আমরা পেয়েছি। আনন্দধাম হাউসপুর মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর অফিস ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে বন্ডবিল গ্রামে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মীর মহিউদ্দিনের অফিসের চেয়ার ভাংচুর করেছে ও পোষ্টার ছিড়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram