আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা গাছসহ গাঁজা চাষী রুবেল আলীকে আটক করেছে। ৩০ জুলাই সকালে উপজেলার পারদুর্গাপুর মধ্যমাঠের পান বোরজ থেকে গাঁজা গাছ উদ্ধার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার কুমারী ইউনিয়নের পারদুর্গাপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে রুবেল আলী (২৫) প্রায় ১ বছর আগে একটি গাঁজা গাছ লাগিয়েছিল। গাঁজা গাছ বড় হওয়ার সাথে সাথে সে গাছের মুচা ও পাতা কেটে বিক্রয় করে গাছটি রেখে দেয়। সেই গাছে আবারও নতুন করে পাতা হওয়া শুরু করেছে।
আলমডাঙ্গা থানার এসআই আব্দুল গাফফার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রুবেলের পান বোরজে অভিযান চালিয়ে একটি বড় গাঁজা গাছ উদ্ধার করে । এসময় রুবেল আলীকে আটক করে নিয়ে আসে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ঠ মামলায় রুবেলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।