২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় টিসিবি পণ্য কম পড়াতে তুলকালাম কান্ড

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৫, ২০২২
27
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে টিসিবির পণ্য বিতরণে তুলকালাম কান্ড ঘটেছে। নির্ধারিত কার্ডের বিপরীতে পণ্যে ঘাটতি ও সরবরাহে নির্দিষ্ট পণ্য না দেওয়ায় গ্রহীতারা ক্ষোভে ফেটে পড়েন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। গতকাল রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।


জানা গেছে, পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ডিলার পান্না হোসেন ও তার ব্যবসায়ি পার্টনার সালাউদ্দিন টিপু সকাল থেকে এক হাজার কার্ডের বিপরীতে খাদ্য পণ্য বিতরণ শুরু করেন। কার্ড প্রতি ৪শ ৫ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল ও ১ কেজি চিনি দেওয়ার কথা। কিন্ত বিতরণকারীরা নির্ধারিত ৪শ ৫ টাকা নিলেও অনেককে মশুরের ডাল না দিয়েই পণ্যের ব্যাগ হাতে ধরিয়ে দেওয়া হয়। ডাল না পাওয়ার অভিযোগ করলেও বিতরণকারীরা তা আমলে না নিলে গ্রহীতারা ক্ষোভে ফেটে পড়েন। এর পরপর অনেকের হাতে কার্ড থাকলেও পণ্য ফুরিয়ে যায়। এসময় হট্টগোলের সৃষ্টি হয়।


সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, সহকারী কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ, উপেেজলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুুন আহমেদ ডন, ও থানা পুলিশ কলেজ মাঠে উপস্থিত হন। সে সময় ১২টি কার্ডের পণ্য ঘাটতি ও ১২ জনের না পাওয়া ডাল কিনে দেওয়ার শর্তে পরিস্থিতি শান্ত হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram