আলমডাঙ্গায় কুমার নদে গোসল করতে নেমে পানিতে ডুবে ৪র্থ শ্রেণির ছাত্র রাফাত হোসেনর মৃত্যু হয়েছে। ১৭ অক্টোবর দুপুরে বন্ধু সাথে গোসল করতে গেলে কুমার নদের স্রোতের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
জানা যায়, আলমডাঙ্গা শহরের রাধিকাগঞ্জের কায়েম আলীর ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে রাফাত হোসেন দুপুরে বন্ধু জয়ের সাথে কুমার নদে গোসল করতে যায়। পশুহাট মিয়াপাড়ার ঘাটে তারা গোসলে নামে। সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে স্রোতের টানে রাফাত ডুবে যায়। রাফাত পানিতে ডুবে গেলে তার বন্ধু জয় বাড়িতে গিয়ে সংবাদ দেয়।
পরিবারের লোকজন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে নদের পানি থেকে রাফাতের মৃত দেহ উদ্ধার করে। তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় মা ক্লিনিকে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীর কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষনা করেন।