আলমডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এ¯ স্লোগানকে সামনে রেখে ১৮ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ হলরুমে অভিবাসী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) হুমায়ন কবীর, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, মুদি মনোহরী দোকান মালিক সমিতির সভাপতি আলা উদ্দিন, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার রশিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক আবু শ্যামা প্রমুখ।