আলমডাঙ্গার মিয়াপাড়া যুবসংঘর আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ১৬ দলের মিয়াপাড়া ব্যাডমিন্টন টুনামেন্ট উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি থেকে মিয়াপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন। এসময় তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখে। যে জন্য প্রত্যেক পাড়া মহল্লায় প্রতিনিয়ত খেলাধুলার আয়োজন করতে হবে। আমি নিজেও যখন সময় পায় টিভিতে খেলা দেখি। খেলাধুলার আয়োজন করার জন্য যে কোন প্রয়োজনে আমি যুবসমাজের সার্বিকসহযোগীতা করে যুবসমাজের পাশে থাকতে চায়।
উদ্বোধনী অনুষ্ঠানে ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খন্দকার মজিবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী সাইদুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শিবলী।
ওয়ার্ড যুবলীগের সভাপতি মনিরুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন শিশির, আরাফাত, সাগর, রাজিব, পাভেল, মোহিন, সজল, সুজন, তুহিন, রাফি, নয়ন প্রমুখ।