হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গায় টেকসই ক্ষুদ্রতর পানিসম্পদ প্রকল্পের আওয়তায় ভাংবাড়ীয়া আমনজোলা খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী। ১৫ নভেম্বর রবিবার বেলা ১টার সময় ভাংবাড়ীয়া আমন জোলা খাল খনন উদ্বোধন করেন।
উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এলজিইডির সহযোগীতায় প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ভাংবাড়িয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এ ২ কিলোমিটার খাল পুনঃ খনন করবেন। এ খালটি খনন হলে ভাংবাড়িয়া অঞ্চলের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। খাল খননের কাজটি করোনার আগেই হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে সম্ভব হয়নি।
এ অঞ্চলের আরো অনেক খাল আছে সেগুলোকে এ প্রকল্পের আওতায় নিয়ে খনন করার জন্য উপজেলা প্রকৌশলে বলেন।
ভাংবাড়িয়া প্রকল্পের সভাপতি খবির উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলু, সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, চুয়াডাঙ্গা এলজিইডি সোসিওলজিষ্ট, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, সেক্রেটারী মজিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন একে জাহিদ হোসেন, ইউপি সদস্য জাফর আলী, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার, আব্দুর রশিদ, টিপু সুলতান, রাজুসহ সমিতির সদস্য বৃন্দ।