আলমডাঙ্গা বেলগাছি গ্রামের এক কৃষকের রিংটন পর্যন্ত গাথুনি পাকা ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের জামাল ও সাহেব আলীদের বিরুদ্ধে। গত ১৩ অক্টোবর সকালে জামাল ও সাহেব আলী দলবল নিয়ে এ ঘর ভেঙ্গে মাটিতে মিশিয়ে দেয়।
জানাগেছে, বেলগাছি গ্রামের মৃত কামাল আলীর ছেলে ইউছুপ আলীর সাথে একই গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে জামাল, সাহেব আলীর ছেলে ওল্টু, মৃত গফুর আলীর ছেলে সাহেব আলীর সাথে পূর্ব শত্রæতা নিয়ে বিরোধ চলে আসছিল।
একপর্যায়ে গত ১৩ অক্টোবর সকালে জামাল, ওল্টু, সাহেব আলীসহ বেশ কয়েকজন মিলে ইউছুপ আলী রিংটন পর্যন্ত গাথনি দেওয়া পাকা ঘর ভেঙ্গে দেয়। এসময় ইউছুপ আলী ও তার মা বাদা দিতে গেলে তাদেরকে মারধর করে। ইউছুপ ও তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে জামাল ও ওল্টু তাদের মা ছেলে পুনরায় এ জমিতে কিছু করতে আসলে ভাল হবে না বলে চলে যায়।